সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নাকাল ৫ গ্রামের মানুষ

নিউজ ডেস্ক:
অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার যমুনা পাড়ের পাঁচটি গ্রামের মানুষ। জেলার শিক্ষা, চিকিৎসা ও তাঁতশিল্প সমৃদ্ধ শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানাধীন পাঁচটি গ্রামে গত পাঁচ বছর ধরেই ভাঙন চলছে। চলতি বছর দীর্ঘ সময় বন্যা ও দফায় দফায় নদীর পানি কমা-বাড়ার কারণে ভাঙনের তীব্রতাও অনেক বেশি।

শুক্রবার (২৩ অক্টোবর) খোঁজ নিয়ে জানা গেছে, এনায়েতপুর থানাধীন ব্রাহ্মনগ্রাম-আড়কান্দি থেকে পাঁচিল পর্যন্ত যমুনা তীরবর্তী প্রায় সাড়ে ছয় কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে জালালপুর ও খুকনী ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম, পাকুরতলা, আরকান্দি, বাঐখোলা, ঘাটাবাড়ি, ভেকা, পুটিপাড়া, জালালপুরসহ ১০টি গ্রামের শতাধিক বাড়িঘর এবং কয়েকশ’ বিঘা ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এদিকে ভাঙন থেকে রক্ষায় স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার সকালে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়, এনায়েতপুর কাপড়ের হাট, খাজা এনায়েতপুরী (র.) মাজার রাস্তাঘাটসহ বহু মানুষের বাড়িঘর রক্ষার্থে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়।

স্থানীয় স্কুলশিক্ষক রুখছানা ইসলাম বলেন, পাঁচ বছর ধরে এনায়েতপুরের দক্ষিণাঞ্চলে যমুনার ভাঙন চলছে। এরই মধ্যে কয়েক হাজার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, তাঁত কারখানা, রাস্তাঘাট ও ফসলের জমি বিলীন হয়েছে। এতদিন ধরে পানি উন্নয়ন বোর্ড শুধু বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েই আসছে। এখনও বাঁধ নির্মাণের কোনো উদ্যোগই চোখে পড়ছে না।

ব্যবসায়ী মোখলেসুর রহমান বলেন, চলতি বছর টানা পাঁচ মাস ধরে যমুনার পানি কমা-বাড়া চলছে। এরই মধ্যে কয়েক দফা ভাঙনে অসংখ্য বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। আর কত বাড়িঘর নদীর পেটে গেলে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে?

READ MORE
Press Release

বিমান থেকে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক:
আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রায় ৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন গোয়েন্দারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিমানের বিজি ০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

তল্লাশি চালিয়ে ওই ফ্লাইটের ৪টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন সাত কেজি ৮৮৮ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে।

READ MORE
Press Release

বাংলাদেশ সাংবাদিক জোটের ফরিদপুর জেলা কমিটির অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ সাংবাদিক জোটের (বাসাজ) এর ফরিদপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত বুধবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে দৈনিক নাগরিক দাবির প্রকাশক ও নির্বাহী সম্পাদক হায়দার খানকে সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

কমিটির পদে রয়েছেন- সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু (ডেইলি অবসারভার, ফরিদপুর জেলা প্রতিনিধি) ও মাসউদুর রহমান (সহ-সম্পাদক, দৈনিক নাগরিক দাবি), যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. রফিক উদ্দিন আহাম্মেদ দিপু (আমার সংবাদ, দি এশিয়ান নিউজ, ফরিদপুর জেলা প্রতিনিধি) ও শেখ ফারুক আহমেদ বাবলু (নিউজ টুডে, ঢাকা প্রতিদিন, ফরিদপুর জেলা প্রতিনিধি), অর্থ সম্পাদক এস. এম. মুজিবুর রহমান (দৈনিক বজ্রশক্তি), সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান মাসুম (কানাইপুর বার্তা, ফরিদপুর সদর প্রতিনিধি), সহ সাংগঠনিক সম্পাদক মোহাব্বাত জান চৌধূরী (ভোরের পাতা, বঙ্গটিভি), দপ্তর সম্পাদক সবুজ কুমার দাস (দৈনিক নাগরিক দাবি, সদর প্রতিনিধি), প্রচার সম্পাদক মো. সাব্বির হোসেন (দৈনিক যুগান্তর, সদরপুর প্রতিনিধি), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (দৈনিক বজ্রশক্তি, সালথা প্রতিনিধি), মহিলা বিষয়ক সম্পাদক সুমা রানী বিশ্বাস (বাংলার সংবাদ)।

এছাড়াও কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মোল্লা (আজকের সারাদেশ, নির্বাহী সম্পাদক), নিরঞ্জন মিত্র (নিরু) (দৈনিক নাগরিক বার্তা), মো. রাকিব শেক রাজ (পৃথিবী প্রতিদিন, সদর প্রতিনিধি), কে এম সাঈদ (ডেইলি ইভিনিং নিউজ), মো. সাঈদুর রহমান (দৈনিক নাগরিক দাবি, বার্তা সম্পাদক), ওবায়দুর রহমান (নবচেতনা), আজিজুর রহমান (বাংলা এক্সপ্রেস, জেলা প্রতিনিধি) এবং মাহমুদুর রহমান তুরাণ (তৃতীয় মাত্রা, ভাঙ্গা উপজেলা প্রতিনিধি)।

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন সারাদেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা, সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা, পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে আইনগত সহযোগিতা সহ বেশ কিছু কার্যক্রম নিয়ে কাজ করছে।

READ MORE

test gg

READ MORE
Desert

Poor Children Donation

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincid unt ut laoreet dolore. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi.

READ MORE
Children

Water Problem in Africa

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincid unt ut laoreet dolore. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi.

READ MORE
Africa

Creative Green Solutions

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincid unt ut laoreet dolore. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi.

READ MORE
Africa

Poor Children Donation

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincid unt ut laoreet dolore. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi.

READ MORE
Children

Water Problem in Africa

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincid unt ut laoreet dolore. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi.

READ MORE
  • 1
  • 2